সে যা–ই হোক, ২০১২ সালে মুক্তি পাওয়া বন্ড সিরিজের ছবি স্কাইফল-এ কিন্তু ক্রেইগ বন্ড হয়েছিলেন আর অ্যাডেল গেয়েছিলেন ছবির মূল গান। বন্ড সিরিজের ২৫তম ছবিতে আবারও একসঙ্গে ফিরছেন ক্রেইগ ও অ্যাডেল। তাঁদের কাজ স্কাইফলকে নিয়ে গিয়েছিল সফলতার শীর্ষে। সে বছর সেরা ব্রিটিশ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ক্রেইগ, অ্যাডেল তো ঝুলিতেই ভরেছিলেন অস্কার। বন্ড সিরিজের ছবিগুলোর মধ্যে স্কাইফল-এর আয় ছিল সর্বোচ্চ। দেখা যাক, নতুন ছবিতে তাঁরা কী চমক দেখান।
Subscribe to:
Post Comments (Atom)